Blogger Tricks

ইলম ও যিকিরঃ হাদীস-৪

হযরত মুআ’য জুহানী রদিয়াল্লহু আ’নহু (معاذ الْجهنىّ رضى الله عنْه) হইতে বর্ণিত আছে যে, রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কুরআন শরীফ পড়িবে এবং উহার উপর আমাল করিবে, তাহার পিতামাতাকে কিয়ামাতের দিন এমন এক তাজ (মুকুট) পড়ানো হইবে যাহার আলো সূর্যের আলো হইতেও অধিক হইবে। অতএব যদি সেই সূর্য তোমাদের ঘরের ভিতরে উদিত হয়! (তবে উহা যে পরিমাণ আলো ছড়াইবে সেই তাজের আলো উহা হইতেও অধিক হইবে।) তবে সেই ব্যক্তি সম্পর্কে তোমাদের কি ধারণা যে স্বয়ং কুরআন শরীফের উপর আমাল করিয়াছে? (অর্থাৎ যাখন পিতামাতার জন্য এই পুরষ্কার, তখন আমালকারীর পুরষ্কারতো ইহা অপেক্ষা আরও বেশি হইবে।) (আবু দাউদ)
মুন্তাখাব হাদিস (জানুয়ারী ২০০২) পৃষ্ঠা ৩২২
Beingbd moved as sohoz-tech