বিভিন্ন বয়সের শিশুই হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে কান্না করে। কোলে তুলে নিলেও কান্না থামাতে চায় না।
শিশু ঘুম থেকে ওঠার পর নানা কারণেই কাঁদে। আর ছোট্ট শিশু যেহেতু কথা বলতে পারে না, তাই কান্নার মাধ্যমে জানিয়ে দেয় তার কী প্রয়োজন। শিশু অতিরিক্ত কান্নাকাটি করলে গুরুত্বের সঙ্গে নিন।
শিশু কেন কাঁদে
* সাধারণত ক্ষুধা পেলে ঘুম থেকে ওঠার পর কাঁদে।
* ঘুমের মধ্যে কাপড় ভিজিয়ে ফেললে কাঁদে।
* প্রচণ্ড শব্দ পেয়ে ঘুম থেকে উঠলে কাঁদে।
* বিরক্তিকর অবস্থা হলে কাঁদে।
* শিশু ঘুমানোর পর ঘরে তীব্র লাইট জ্বালিয়ে দিলে কাঁদে।
* বিদ্যুৎ চলে গেলে গরমে ঘেমে ঘুম ভেঙে যায়, ফলে সে কাঁদতে শুরু করে।
* শিশু ঘুম থেকে ওঠার পর মাকে সামনে না পেলেও কাঁদে।
* ঘুম পরিপূর্ণ না হলে ঘুম থেকে ওঠার পর কাঁদে।
* হপেটে ব্যথা হলে কাঁদে।
* শারীরিক অসুস্থতা, পোকামাকড়, পিঁপড়া, মশা ইত্যাদির কামড়েও ঘুম ভেঙে গেলে কাঁদে।
করণীয়
* খেয়াল করুন ক্ষুধা পেয়েছে কি না। কোলে নিয়ে দুধ খাওয়ান। দেখবেন কাঁদছে না।
* কাপড় ভিজিয়ে ফেললে পরিষ্কার করে নতুন পোশাক পরিয়ে কোলে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করুন।
* শিশু ঘুমিয়ে পড়লে ঘরে তীব্র লাইট জ্বালাবেন না, প্রচণ্ড কোনো রকম শব্দ করবেন না।
* খেয়াল করুন বিদ্যুৎ চলে গেছে কি না। চলে গেলে তার গায়ে বাতাস দেওয়ার ব্যবস্থা করুন।
* ঘুমানোর পর মশারি টানিয়ে দিন।
* পেটে ব্যথার কারণে যদি কাঁদে তাহলে শিশুকে আলতো করে কাঁধের ওপর শুইয়ে দিন। হাত দিয়ে আলতো করে পিঠের ওপর চাপ দিতে থাকুন। এভাবে দু-তিন মিনিট করলে শিশু ঢেঁকুর তুলবে। এতে পেটের ব্যথা কমে যাবে। তবে বেশি করবেন না।
* শিশু ঘুমানোর পর ঘরের সব দরজা-জানালা বন্ধ করে আবদ্ধ করে রাখবেন না।
No comments :
Post a Comment