হযরত বুরইদাহ আসলামী
রদিয়াল্লহু আ’নহু (بريْدة الأسْلمىّ رضى الله عنْه) বর্ণনা
করেন যে, রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম এরশাদ
করিয়াছেন, যে ব্যক্তি কুরআন শরীফ পড়ে, উহা শিক্ষা করে,
উহার উপর আমাল করে, তাহাকে কিয়ামাতের দিন তাজ (মুকুট) পড়ানো
হইবে যাহা নূরের তৈরী হইবে। উহার আলো সূর্যের আলোর ন্যায়
হইবে। তাহার পিতা মাতাকে এমন দুই জোড়া পোষাক পড়ানো হইবে
যে, সমগ্র দুনিয়া উহার মোকাবিলা করিতে পারে না। তাহারা আরজ
করিবে, আমাদিগকে এই পোষাক কি কারণে পড়ানো হইয়াছে? এরশাদ
হইবে, তোমাদের সন্তানের কুরআন শরীফ পড়ার বিনিমিয়ে। (মুস্তাদরাকে
হাকেম)