Blogger Tricks

ইলম ও যিকিরঃ হাদীস-২

হযরত উ’সমান ইবনে আ’ফফান রদিয়াল্লহু আ’নহু (عثْما بْن عفّان رضى الله عنْه) হইতে বর্ণিত আছে যে, রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম এরশাদ করিয়াছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যে কুরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। (তিরমিযী)

মুন্তাখাব হাদিস (জানুয়ারী ২০০২) পৃষ্ঠা ৩২১
Beingbd moved as sohoz-tech