হযরত আ’ব্দুল্লহ ইবনে
উ’মার রদিয়াল্লহু আ’নহুমা (عبْد الله بنْ عمر رضى الله
عنْهما) বর্ণনা করেন, রসুলুল্লহ সল্লাল্লহু
আ’লাইহি ওয়া সাল্লাম এরশাদ করিয়াছেন, যে স্থান পর্যন্ত
মুয়াযযিনের আযানের আওয়াজ পৌছে, সে স্থান পর্যন্ত তাহার
মাগফিরাত করিয়া দেয়া হয়। প্রত্যেক প্রাণী ও নিষ্প্রাণ
যাহারাই তাহার আযান শুনিতে পায় তাহার জন্য মাগফিরাতের দোয়া
করে। এক রেওয়ায়েতে আছে যে, প্রত্যেক প্রাণী ও নিষ্প্রাণ
তাহার আযানের জবাব দেয়। (মুসনাদে আহমাদ, তাবারানী,
বাযযার, মাজমায়ে যাওয়ায়েদ)