হযরত আবু হুরইরহ
রদিয়াল্লহু আ’নহু (أبىْ هريْرة رضى الله عنْه) হইতে
বর্ণিত আছে যে, রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম
এরশাদ করিয়াছেন, মুয়াযযিনের গুনাহ ঐ স্থান পর্যন্ত মাফ
করিয়া দেয়া হয় যে স্থান পর্যন্ত তাহার আযানের আওয়াজ পৌঁছায়।
(অর্থাৎ যদি এতদুর পর্যন্ত জায়গা তাহার গুনাহ দ্বারা ভরিয়া
যায় তবুও সমুদয় গুনাহ মাফ করিয়া দেওয়া হয়।) প্রাণী ও
নিষ্প্রাণ যাহারাই মুয়াযযিনের আওয়াজ শুনিতে পায় তাহারা
সকলেই তাহার পক্ষে কেয়ামতের দিন সাক্ষ্য দান করিবে।
মুয়াযযিনের আওয়াজ শুনিয়া যাহারা নামায পড়িতে আসে তাহাদের
জন্য পঁচিশ নামাযের সওয়াব লিখিয়া দেয়া হয় এবং এক নামায হইতে
বিগত নামাযের মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করিয়া দেয়া হয়। (আবু
দাউদ)
ফায়দাঃ কোন
কোন পঁচিশ নামাযের সওয়াব মুয়াযযিনের জন্য এবং তাহার এক
আযান হইতে বিগত আযান পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ
হইয়া যায়।
(বযলুল মাজহুদ)