عَنْ ابْن عُمَرَ رَضِيَ اللَّهُ
عَنْهُمَا قَالَ:
أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّم بِمَنْكِبِي، وَقَالَ:
“كُنْ
فِي الدُّنْيَا كَأَنَّك غَرِيبٌ أَوْ
عَابِرُ سَبِيلٍ”. وَكَانَ ابْنُ
عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ:
إذَا أَمْسَيْتَ فَلَا تَنْتَظِرْ
الصَّبَاحَ، وَإِذَا أَصْبَحْتَ فَلَا
تَنْتَظِرْ الْمَسَاءَ، وَخُذْ مِنْ
صِحَّتِك
لِمَرَضِك، وَمِنْ حَيَاتِك لِمَوْتِك.
[رَوَاهُ الْبُخَارِيُّ رقم:6416]
ইবনে উমার রাদিয়াল্লাহু
‘আনহুমা
হতে বর্ণিত,
তিনি বলেন- রাসূল সাল্লাল্লাহু
‘আলাইহি
ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে বললেন:[رَوَاهُ الْبُخَارِيُّ رقم:6416]
দুনিয়াতে অপরিচিত অথবা ভ্রমণকারী মুসাফিরের মত হয়ে যাও।
ইবনে উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা বলতেন, সন্ধ্যা বেলা যখন তোমার সাধ্য হবে, তখন সকালের অপেক্ষা করো না। আর সকাল আসলে সন্ধ্যার অপেক্ষা করো না। অসুস্থতার পূর্বে সূস্থতার মূল্য অনুধাবন কর, আর মৃত্যুর জন্য জীবিত অবস্থায় সংগ্রহ করে নাও।
[বুখারী: ৬৪১৬]