Blogger Tricks

রোগীর প্রতি প্রাইভেট প্রশ্ন (১৮+)



সিন্দবাদের গল্পে হেকিম-কবিরাজে ছড়াছড়ি। ইউনানী শাস্ত্র বলে একটা জিনিষ আছে। সেটা পাশ করে হেকিম হতে হয়। আর মঘা ডিগ্রীর জন্য যেতে হয় মখা সাহেবের কাছে।



এই ডিগ্রীপ্রাপ্ত (!), বিশিষ্ট বিশেষজ্ঞদের বিজ্ঞাপণ প্রচারে আদিকাল হতে প্রচারিত হয় উপরের লিফলেট। প্রাচীন কালে এটি মূলত ঢাকার ফার্মগেট কেন্দ্রিক থাকলেও যুগের আধুনিকতায় এটা শহরের বিভিন্ন মোড়ে সহ সারা দেশে ছড়িয়ে পড়ে। যুক্ত হয় বোরকা পরা মহিলা লিফলটে প্রচারকদের। এদের ছুড়ে দেয়া লিফটেরের চমৎকার নিশানায় বহু বাস/রিক্সা/সিএনজিগামী যুবকদের নাক-মুখ-চোখ থোতা হয়েছে।

কি থাকে এইসব লিফলেটে। অতি বৈজ্ঞাণিক কিছু প্রশ্ন। রোগীর কেস হিস্ট্রি বের করার জন্য থাকে নানা রকম আ্যঙেল থেকে প্রশ্ন। রোগীর জেন্ডার ভেদে প্রশ্নের ধরণ। আমাদের মেডিকেল কলেজের প্রফেসররা, যারা ৩০ সেকেন্ড রোগী দেখার জন্য ৫০০/- ভিজিট নেন, উনারা এর চৌত্রিশ ভাগের একভাগ প্রশ্ন করেন।

এইসব রোগের সবই ১৮+। তাই লিফলেট পড়তে চাইলে ১৮+ না হলে এই পোষ্ট থেকে কেটে পড়ুন।

রোগীর প্রতি প্রাইভেট প্রশ্ন (উত্তর চাই)
-----------------------------------

১। রোগীর বয়স কত?

২। রোগের জন্ম কত দিন হইতে?

৩। দৈনিক পায়খানা কয়বার হয়?

৪। পায়খানা কোষ্ঠ অথবা তরল কিনা?

৫। স্বপ্নদোষ আছে কিনা?

৬। প্রস্রাবের আগে পরে ধাতু বাহির হয় কিনা?

৭। পায়খানায় কোথ দিলে চুনের জলের মত ধাতু বাহির হয় কিনা?

৮। দুধ পান করিলে পেটের গোলমাল বাড়ে কিনা?

৯। স্ত্রী সঙ্গমকালে জলদি ধাতু এঞ্জাল হয় কিনা?

১০। লিঙ্গের কোন দোষ আছে কিনা?

১১। প্রস্রাবে জ্বালা-পোড়া আছে কিনা?

১২। পেটে ক্ষুধা কি রকম?

১৩। হস্থমৈথুনের অভ্যাস আছে কিনা?

১৪। বিবাহিত কি অবিবাহিত?

১৫। এই সমস্ত রোগের জন্য পেনিসিলিন ইন্‌জেক্‌শন নিয়াছেন কিনা?

১৬। বিবাহ হইয়াছে কয় বৎসর ও ছেলে-মেয়ে কয়জন?

১৭। আপনি অবিবাহিত হইলে প্রাইভেট লাভার আছে কিনা?

১৮। কাশি ও নাভির নীচে কোন রকমের কামড়ী আছে কিনা?

১৯। পায়খানার পর পায়ানার দরজায় জ্বালাপোড়া আছে কিনা?

২০। সঙ্গম করিলে দিনের বেলায় কি রকম বোধ হয়?

২১। অম্ল পিত্ত ও বায়ুচড়া আছে কিনা?

২২। রাত্রে ভাল ঘুম হয় কিনা?

২৩। পায়খানার সহিত আম বাহির হয় কিনা?

২৪। লিভারের দোষ আছে কিনা?

২৫। গুহ্যদ্বারে সুতা ক্রিমি বিরক্ত করে কিনা?

২৬। পায়খানার সহিত সময় সময় রক্ত বাহির হয় কিনা?

২৭। গণোরিয়া ও সিফিলিশ হইয়াছে কিনা?

২৮। রোগী স্ত্রী হইলে মাসিক স্রাব হয় কিনা?

২৯। স্রাবের সময় তলপেটে ও মাজা ব্যথা-বেদনা কি রকম?

৩০। আফিং গাঁজা বা মদের অভ্যাস আছে কিনা?

৩১। সর্বশরীরে ও গীরায় গীরায় ধরা এবং ব্যথা-বেদনা আছে কিনা?

৩২। স্ত্রীলোকের গ্রহণী সুতিকা এবং শ্বেতপ্রদর ও রক্ত প্রদরে দোষ আছে কিনা?

৩৩। গরম ভাল না ঠান্ডা ভাল লাগে?

৩৪। গর্ভবতী স্ত্রীলোক হইলে তাহার সকল বিষয় পরিস্কারেভাবে লিখিবেন।

------------------
(এই পোষ্টটি মৌলিক নয়। অনেক আগে কোথাও থেকে কপি করা ছিল। কৃতজ্ঞতা মূল লেখক)

-------------------

সবশেষে আর একটি ১৮+ ছবি:

No comments :

Beingbd moved as sohoz-tech