মাথায় চুল না থাকায় আর মনে দুঃখ নিয়ে ঘুরতে হবে না। সম্প্রতি মার্কিন বিশেষজ্ঞরা পুরুষের চুল পড়ে যাওয়ার কারণ আবিষ্কার করেছেন। বিশেষজ্ঞরা তাদের গবেষণায় দেখেছেন, স্টেম কোষের ফলে নতুন চুল জন্ম নেয় এবং চুল পড়ে যায়।
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আশার কথা জানিয়ে বলেন, তারা দ্রুত ‘টাক’ সমস্যার সমাধানে একটি ক্রিম তৈরি করতে যাচ্ছেন।
এই ক্রিম মাথার তালুতে লাগালে সেল বৃদ্ধিতে সাহায্য করবে এবং নতুন চুল গজাতেও এটি সাহায্য কতে পারবে বলে আশা প্রকাশ করেন বিশেষজ্ঞ দল।
বিশেষজ্ঞরা গিনিপিগের ওপর পরীক্ষা চালিয়ে দেখেছেন, স্বাভাবিক মাথার তালুতে যে পরিমাণ চুল থাকে, টাক তালুতেও সমপরিমান চুল গজানোর ক্ষমতা থাকে।
গবেষক দলের প্রধান ড. জর্জ কৎসার্লিজ বলেন, আসল কথা হচ্ছে, টাক মাথায় সমপরিমাণ সেল দেখে আমরা নতুন চুল গজিয়ে টাক ঢেকে দেওয়ার বিষয়ে আশান্বিত হয়েছি।
No comments :
Post a Comment