গবেষণা রিপোর্টটি দেখে পুরুষরা আনন্দে ধেইধেই করে নাচতেই পারেন। কারণ রিপোর্টের ফলাফল তাদের জন্যই। হ্যাঁ, হার্টের ঝুঁকি কমাতেও কাজে লাগতে পারে সেক্সসেশন। আর সেটি সপ্তাহে অন্তত দু’বার হলেই হয়। সদ্য এ রিপোর্টটি প্রকাশ করেছে আমেরিকান জার্নাল অব কার্ডিওলজি। গবেষণায় বলা হয়েছে, যারা নিয়মিত ভালোবাসার মধ্যে থাকেন তাদের হৃদরোগের ঝুঁকি অন্তত ৪৫ শতাংশ কম, যারা মাসে একবার সেক্স করেন তাদের চেয়ে। ১ হাজার পুরুষের ওপর গবেষণা চালানো হয়েছে। এ রিপোর্টের পর প্রতিক্রিয়া হয়েছে আমেরিকায়। চিকিৎসকরা হার্টের ঝুঁকি এড়াতে পুরুষদের সপ্তাহে অন্তত দু’বার সেক্সসেশনের পরামর্শ দিচ্ছেন। গবেষকরা বলেছেন, সেক্সের মাধ্যমে শারীরিক এবং আবেগের প্রতিক্রিয়া হয়। গবেষকরা বয়স, ওজন, রক্তচাপ এবং কোলেস্টোরেল বিবেচনায় এনেই গবেষণা করেছেন। তবে এ রিপোর্টে তথ্যের একটু ঘাটতি রয়েছে। এখানে পুরুষদের ব্যাপারে কথা বলা হলেও এতে করে নারীর কি লাভ হবে, তার হার্ট এটাকের ঝুঁকি কতোটা কমবে এ বিষয়ে কিছু বলা হয়নি।
পুরুষদের হার্ট এটাক কমাতে সপ্তাহে অন্তত দু’বার সেক্সসেশন
গবেষণা রিপোর্টটি দেখে পুরুষরা আনন্দে ধেইধেই করে নাচতেই পারেন। কারণ রিপোর্টের ফলাফল তাদের জন্যই। হ্যাঁ, হার্টের ঝুঁকি কমাতেও কাজে লাগতে পারে সেক্সসেশন। আর সেটি সপ্তাহে অন্তত দু’বার হলেই হয়। সদ্য এ রিপোর্টটি প্রকাশ করেছে আমেরিকান জার্নাল অব কার্ডিওলজি। গবেষণায় বলা হয়েছে, যারা নিয়মিত ভালোবাসার মধ্যে থাকেন তাদের হৃদরোগের ঝুঁকি অন্তত ৪৫ শতাংশ কম, যারা মাসে একবার সেক্স করেন তাদের চেয়ে। ১ হাজার পুরুষের ওপর গবেষণা চালানো হয়েছে। এ রিপোর্টের পর প্রতিক্রিয়া হয়েছে আমেরিকায়। চিকিৎসকরা হার্টের ঝুঁকি এড়াতে পুরুষদের সপ্তাহে অন্তত দু’বার সেক্সসেশনের পরামর্শ দিচ্ছেন। গবেষকরা বলেছেন, সেক্সের মাধ্যমে শারীরিক এবং আবেগের প্রতিক্রিয়া হয়। গবেষকরা বয়স, ওজন, রক্তচাপ এবং কোলেস্টোরেল বিবেচনায় এনেই গবেষণা করেছেন। তবে এ রিপোর্টে তথ্যের একটু ঘাটতি রয়েছে। এখানে পুরুষদের ব্যাপারে কথা বলা হলেও এতে করে নারীর কি লাভ হবে, তার হার্ট এটাকের ঝুঁকি কতোটা কমবে এ বিষয়ে কিছু বলা হয়নি।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment