অপ্রত্যাশিত হতে পারে তবে এতে অবাক হবার কিছু নেই কারণ - " মানুষের প্রচন্ড
যৌনবোধের কাছে প্রেমিক/প্রেমিকার মুখটি কিছুটা সময়ের জন্য হলেও ঝাপসা হয়ে
যায় । "
এমনটা অপ্রত্যাশিত হতে পারে তবে অবাক হবার মতো এটা কোন বিষয় নয়। অবাক হবার যদি কোন যায়গা থাকে তা হলো, একটা নির্দিষ্ট সম্পর্ক নির্দিষ্ট কোন গন্তব্য খুঁজে পেলনা বলেই কেন স্বাভাবিক হতে পারি না আমরা? এই ভাবনাটাই আমাকে কুরে কুরে খায়। তোমারও মনে হয় এমনই মনে হয় এখন। কেননা মানুষ হিসেবে প্রত্যেকেরই কোন না কোন বিশেষ মানুষের প্রতি দুর্বলতা তো থাকেই। যাকে সারাক্ষণ ভাবছো নিশ্চই তোমারও মনে হয় যে তার মনে কি তোমার আদৌ কোন স্থান আছে কিনা যদি জানতে পারতে। হ্যাঁ, এমনটা তো হতেই পারে। কারণ সব মানুষ তো আর শুধুমাত্র কামতাড়িত কুকুর নয়, সুন্দর-সম্পর্ক-প্রত্যাশী রক্ত মাংসের কিছু বোকা মানুষও তো থাকে, থাকতে হয় ।
আর তাই বলি, আমি খুব বেশি মানুষ দেখিনি, অভিজ্ঞতার ঝুলি অনেক হালকা তবুও এ পর্যন্ত যা দেখেছি, কাছের বা কিছুটা দুরের মানুষদের দেখে শুনে যা বুঝেছি তাতে করে, আর যাইহোক বেশিরভাগ মেয়েরা ভালোবাসার আগে ভালো বাসা খোঁজে। অর্থ বলতে কাগজের নোট বোঝে জীবনের অর্থ না, ভালোবাসার অর্থ না। তা হোক, ‘অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়’-কথাটা তো আর মিথ্যে না। হয়তো সেই ভালোবাসা খুঁজেছিলে যা এই বচনটাকে মিথ্যা প্রমাণিত করতে পারতো। পেলেনা তো ।
খুবই স্বাভাবিক, পাবে না। এ সময়ের বেশির ভাগ মেয়েই ভালো ছেলে ততটা চেনে না যতটা না সম্পদশালী (অনেকক্ষেত্রে দুশ্চরিত্র) প্রেমিক অথবা স্বামী চেনে। ব্যতিক্রম অবশ্যই আছে এবং আমি এই কথা বলার সময় এও ভুলে যাচ্ছি না যে আমার বোন বা আমার মাও একজন মেয়ে বা নারী। আবার আমার এক শিক্ষিকাকেও কাকে যেন ভালোবেসে আজীবন অবিবাহিত থাকতে দেখেছি; কি জানি , তিনি হয়তো একটু বেশিই বোকা।
যাহোক, যা বলছিলাম… চার-পা একত্র করে কামনা চরিতার্থ হবার সময় নিশ্চই কোন মানুষ তার পুর্ব প্রেমকে মনে করে না; করতে পারে না । তুমি যাকে হারিয়েছো সেও পারবে না এবং ভবিষ্যতে তুমি নিজেও পারবে না। প্রবল যৌনবোধের কাছে বেশিরভাগক্ষেত্রেই পুর্বসম্পর্ক তুচ্ছ হয়ে নতুন আরেকটা সম্পর্ক স্থায়ী হয়। যদি নাই হতো তাহলে সম্ভবত সব মানুষ চিরটাকাল অসুখীই হতো। ঠিক যেমন অসুখী তুমি এখন নিজেকে ভাবছো। কারণ বলাই বাহুল্য, এ উপমহাদেশের আকাশে বাতাসে ভালোবাসার চেয়ে বিরহের গানই তো বেশি।
আর তাই আজ যে তোমার প্রেমিকা বা কিছুকাল আগে তুমি যার প্রেমিক ছিলে, সেও অনেককিছু বিস্মৃত হবে অথবা তুমিও অনেক কিছু বিস্মৃত হবে। শুধু সময়ের অপেক্ষা। যদিও এটা জানি, সত্যিকার অর্থে ভুলে যাওয়া বলে কিছু হয় না আর ভুলে যাওয়ার চেষ্টা করা মানে আরো বেশি করে মনে রাখা।
হয়তো তোমার প্রেমিকা অন্য কারো সন্তানের মা হবে, তুমিও অন্য কারো স্বামী হবে। তা হোক না, সেখানেই তো সব শেষ হয়ে যাবে না। সেখানেই তো সব শেষ হয়ে যায় না।
কষ্ট কিসের বন্ধু , ভালো থাকো ।
এমনটা অপ্রত্যাশিত হতে পারে তবে অবাক হবার মতো এটা কোন বিষয় নয়। অবাক হবার যদি কোন যায়গা থাকে তা হলো, একটা নির্দিষ্ট সম্পর্ক নির্দিষ্ট কোন গন্তব্য খুঁজে পেলনা বলেই কেন স্বাভাবিক হতে পারি না আমরা? এই ভাবনাটাই আমাকে কুরে কুরে খায়। তোমারও মনে হয় এমনই মনে হয় এখন। কেননা মানুষ হিসেবে প্রত্যেকেরই কোন না কোন বিশেষ মানুষের প্রতি দুর্বলতা তো থাকেই। যাকে সারাক্ষণ ভাবছো নিশ্চই তোমারও মনে হয় যে তার মনে কি তোমার আদৌ কোন স্থান আছে কিনা যদি জানতে পারতে। হ্যাঁ, এমনটা তো হতেই পারে। কারণ সব মানুষ তো আর শুধুমাত্র কামতাড়িত কুকুর নয়, সুন্দর-সম্পর্ক-প্রত্যাশী রক্ত মাংসের কিছু বোকা মানুষও তো থাকে, থাকতে হয় ।
আর তাই বলি, আমি খুব বেশি মানুষ দেখিনি, অভিজ্ঞতার ঝুলি অনেক হালকা তবুও এ পর্যন্ত যা দেখেছি, কাছের বা কিছুটা দুরের মানুষদের দেখে শুনে যা বুঝেছি তাতে করে, আর যাইহোক বেশিরভাগ মেয়েরা ভালোবাসার আগে ভালো বাসা খোঁজে। অর্থ বলতে কাগজের নোট বোঝে জীবনের অর্থ না, ভালোবাসার অর্থ না। তা হোক, ‘অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়’-কথাটা তো আর মিথ্যে না। হয়তো সেই ভালোবাসা খুঁজেছিলে যা এই বচনটাকে মিথ্যা প্রমাণিত করতে পারতো। পেলেনা তো ।
খুবই স্বাভাবিক, পাবে না। এ সময়ের বেশির ভাগ মেয়েই ভালো ছেলে ততটা চেনে না যতটা না সম্পদশালী (অনেকক্ষেত্রে দুশ্চরিত্র) প্রেমিক অথবা স্বামী চেনে। ব্যতিক্রম অবশ্যই আছে এবং আমি এই কথা বলার সময় এও ভুলে যাচ্ছি না যে আমার বোন বা আমার মাও একজন মেয়ে বা নারী। আবার আমার এক শিক্ষিকাকেও কাকে যেন ভালোবেসে আজীবন অবিবাহিত থাকতে দেখেছি; কি জানি , তিনি হয়তো একটু বেশিই বোকা।
যাহোক, যা বলছিলাম… চার-পা একত্র করে কামনা চরিতার্থ হবার সময় নিশ্চই কোন মানুষ তার পুর্ব প্রেমকে মনে করে না; করতে পারে না । তুমি যাকে হারিয়েছো সেও পারবে না এবং ভবিষ্যতে তুমি নিজেও পারবে না। প্রবল যৌনবোধের কাছে বেশিরভাগক্ষেত্রেই পুর্বসম্পর্ক তুচ্ছ হয়ে নতুন আরেকটা সম্পর্ক স্থায়ী হয়। যদি নাই হতো তাহলে সম্ভবত সব মানুষ চিরটাকাল অসুখীই হতো। ঠিক যেমন অসুখী তুমি এখন নিজেকে ভাবছো। কারণ বলাই বাহুল্য, এ উপমহাদেশের আকাশে বাতাসে ভালোবাসার চেয়ে বিরহের গানই তো বেশি।
আর তাই আজ যে তোমার প্রেমিকা বা কিছুকাল আগে তুমি যার প্রেমিক ছিলে, সেও অনেককিছু বিস্মৃত হবে অথবা তুমিও অনেক কিছু বিস্মৃত হবে। শুধু সময়ের অপেক্ষা। যদিও এটা জানি, সত্যিকার অর্থে ভুলে যাওয়া বলে কিছু হয় না আর ভুলে যাওয়ার চেষ্টা করা মানে আরো বেশি করে মনে রাখা।
হয়তো তোমার প্রেমিকা অন্য কারো সন্তানের মা হবে, তুমিও অন্য কারো স্বামী হবে। তা হোক না, সেখানেই তো সব শেষ হয়ে যাবে না। সেখানেই তো সব শেষ হয়ে যায় না।
কষ্ট কিসের বন্ধু , ভালো থাকো ।
No comments :
Post a Comment