হযরত যুবাইর ইবনে নুফাইর
রহিমাহুল্লহ বর্ণনা করেন, রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া
সাল্লাম এরশাদ করিয়াছেন, আমাকে এই হুকুম দেয়া হয় নাই যে আমি
মাল জমা করি এবং ব্যবসায়ী হই। বরং আমাকে এই হুকুম দেয়া
হইয়াছে যে, আপনি আপনার রবের তাসবীহ ও প্রশংসা করিতে থাকুন,
নামায আদায়কারীদের অন্তর্ভুক্ত থাকুন এবং মৃত্যু আসা
পর্যন্ত আপনার রবের ইবাদাত করিতে থাকুন। (শরহে সুন্নাহ,
মেশকাত)