পছন্দনীয় এ অপছন্দনী স্বপ্ন
আবু সা'ঈদ
খুদরী [রা:] থেকে বণির্ত
।
তিনি রাসুলুল্লাহ [সা:]কে বলতে শুনেছেন যে,
তোমরা কেউ পছন্দনীয় স্বপ্ন দেখলে তা আল্লাহর পক্ষ থেকে,
সুতরাং সে যেন আল্লাহর প্রশংসা করে এবং প্রিয়জনদের কাছে বলে
।
অপর বণর্নায় আছে সে যেন প্রিয়জন ছাড়া করো কাছে না বলে
।
আর অপছন্দনীয় স্বপ্ন দেখলে তা শয়তানের পক্ষ থেকে,
সুতরাং সে যেন তার অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রথর্না করে এবং
কারো কাছে না বলে
।
তাহলে তা তার কোন ক্ষতি সাধন করতে পারবে না
। [বুখারী-৬৯৮৫]