Blogger Tricks

পছন্দনীয় এ অপছন্দনী স্বপ্ন

আবু সা'ঈদ খুদরী [রা:] থেকে বণির্ত তিনি রাসুলুল্লাহ [সা:]কে বলতে শুনেছেন যে, তোমরা কেউ পছন্দনীয় স্বপ্ন দেখলে তা আল্লাহর পক্ষ থেকে, সুতরাং সে যেন আল্লাহর প্রশংসা করে এবং প্রিয়জনদের কাছে বলে অপর বণর্নায় আছে সে যেন প্রিয়জন ছাড়া করো কাছে না বলে আর অপছন্দনীয় স্বপ্ন দেখলে তা শয়তানের পক্ষ থেকে, সুতরাং সে যেন তার অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রথর্না করে এবং কারো কাছে না বলে তাহলে তা তার কোন ক্ষতি সাধন করতে পারবে না । [বুখারী-৬৯৮৫]
Beingbd moved as sohoz-tech