Blogger Tricks

গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ - রবীন্দ্রনাথ ঠাকুর

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে।
ওরে কার পানে মন হাত বাড়িয়ে 
লুটিয়ে যায় ধুলায় রে।।ও যে আমায় ঘরের বাহির করে,   
পায়ে-পায়ে পায়ে ধরে
মরি হায় হায় রে।
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে; 
যায় রে কোন্ চুলায় রে।
ও যে কোন্ বাঁকে কী ধন দেখাবে,   
কোনখানে কী দায় ঠেকাবে–
কোথায় গিয়ে শেষ মেলে যে  ভেবেই না কুলায় রে।।

No comments :

Beingbd moved as sohoz-tech