কে-ক্র্যাফট
ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট ও ফতুয়া। মেয়েদের জন্য ফ্রক, স্কার্ট-টপস, সালোয়ার-কামিজ।
এড্রয়েট
আছে ধূতি সেট, ফতুয়া, সালোয়ার-কামিজ। মেরুন, কালো ও লাল রংকে বেশি গুরুত্ব দিয়ে পোশাকে ব্যবহার করা হয়েছে সাদা, গোলাপি, সবুজ, নীল, হলুদ, গোল্ডেন, টিয়া প্রভৃতি।
উপকরণ ব্যবহার করা হয়েছে নরসিংদীর তাঁতের কাপড়, মানিকগঞ্জের অ্যান্ডি কটন, যশোরের তাঁত, চাঁপাইনবাবগঞ্জের সিল্ক, রাজশাহী সিল্ক প্রভৃতি।
বাংলার মেলা
শীত আসছে তাই কটন ও খাদিতে করা হয়েছে বাচ্চাদের পোশাক। থাকছে ফতুয়া, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, টপস, স্কার্ট ও ডিভাইডার ব্লক থ্র্রি-পিস ।
মেঘ
আছে সালোয়ার-কামিজ, স্কার্ট, ফতুয়া, পাঞ্জাবি ইত্যাদি। পোশাকে প্রিন্ট ও হাতের কাজ করা হয়েছে।
ফড়িং
সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি এনেছে ফড়িং।
নগরদোলা
সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়ায় বিভিন্ন মোটিফ ফুটিয়ে তোলা হয়েছে। এ ছাড়া থাকছে নানা মাধ্যমের কাজ।
তহুস ক্রিয়েশনস
ফ্রক, থ্রি-পিস, ফতুয়া, স্কার্ট, টপস এনেছে তহুস ক্রিয়েশনস। উজ্জ্বল ও হালকা রঙের ব্যবহার থাকছে।
চরকা
সালোয়ার, কাডিজা, পাঞ্জাবি, ফতুয়া ও ফ্রক এনেছে চরকা। ব্যবহার হয়েছে সুতি কাপড়। করা হয়েছে বাটিক, ব্লক প্রিন্ট প্রভৃতি।
No comments :
Post a Comment