সম্প্রতি ইরানী কতৃপক্ষ
স্বল্পস্থায়ী বিয়ের ছদ্মবেশে সরকারীভাবে বেশ্যালয়ের জন্য ফান্ড বরাদ্দ
করছে। এই ব্যবস্থায় নির্দিস্ট লোকালয়ে একদিনের জন্য বিয়ের অনুমতি
দিয়েছে ইরান সরকার। এই ব্যবস্থা অনুযায়ী যেকোন ইরানী কিংবা বিদেশী
নির্দিষ্ট বেশ্যালয়ে যেয়ে ঐ মেয়ের সম্মতিতে একদিনের জন্য বিয়ে করে তার
সাথে সেক্স করতে পারবে। বিয়ের ছাড়া সেক্স করলে ইরানে ১০০ বেত্রাঘাত থেকে
শুরু করে মৃত্যুদন্ড দেয়া পর্যন্ত বিধান আছে। শিয়া ইসলাম অনুযায়ী এই
ধরণের বিয়েকে মুতা বিয়ে বলে। সরকার কতৃক এই স্বীকৃতির পর এখন যে কেউ
হালাল উপায়ে নারী-সম্ভোগ করতে পারবে মাত্র ২০ থেকে ৫০ ডলার এর বিনিময়ে।
কুমারী, সুন্দরী এ সব ভেদে উক্ত যৌন-সম্ভোগ এর মূল্যমান বিভিন্ন হতে পারে।
যৌন-সম্ভোগ শেষে আবার আরো একটি কাগজে তালাক সই করে বাড়ি চলে যেতে কোন
অসুবিধা নাই। ইরানে এমনটা অনেকদিন ধরেই চলে আসছিল, এই প্রথম পেল রাষ্ট্রীয়
স্বীকৃতি।
No comments :
Post a Comment