সমাজের চারিধারে এত অন্যায়, এতো অনাচার প্রতক্ষ্য করে আমি নিজেও যেনো
অন্যায়ের গহ্বরে পতিত হয়ে জীবন যাপন করছি। কিন্তু না আছে আমার বাহুবল, না
আছে কথা বলার মত বাক-স্বাধীনতা, আর না আছে ঘৃণা করার মত মানসিকতা। কারণ,
ঘৃণা করতে হলে প্রথমে নিজেকেই ঘৃণা করতে হয়। অর্থাৎ আমার চারিধারে বিচরণরত
আমার পরিবারবর্গই নামকা-ওয়াস্তে ঈমান নিয়ে জীবন যাপন করছে। কুরআন হাদীসের
নির্দেশ ও ব্যাখ্যায় ঈমানের যে দাবী, তা এক ভাগও পালিত হচ্ছে না সঠিক
অর্থে। অতএব আমি কি করতে পারি?
No comments :
Post a Comment