Blogger Tricks

প্রতিদিন ইন্টারনেট থেকে যে কোন মোবাইল বা ফোন এবং যে কোন দেশে ফ্রী কল করে সবাই কে চমকে দিন!!!


গত দিন আমার পোস্ট এ আপনাদের কে ফ্রী এসএমএস পাঠানোর খুব সহজ উপাই বলে দিয়েছি। পোস্ট টি যারা দেখেননি তারা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন । আজ আপনাদের কে ফ্রী কল করার একটি সহজ উপাই বলবো। ইন্টারনেট থেকে যে কোন স্থানে ফ্রী কল করুন।

সরাসরি [https://www.evaphone.com/|এই সাইট] এ ঢুকেই ফ্রী কল করতে পারবেন।
যা যা প্রয়োজন হবেঃ
১। ইন্টারনেট ব্রাউজার (এটা সবার ই আছে)
২। Adobe ফ্ল্যাশ প্লেয়ার (অবশ্যই নতুন ভার্সন লাগবে। যাদের এটা নেই তারা এখান থেকে ডাউনলোড করে আপনার ব্রাউজার টি বন্ধ করে আগে ইন্সটল করে নিন।
৩। একটি মাক্রফোন যেটা কিনা আপনার পিসির সাথে কানেক্ট করা থাকবে।
কিছু লিমিটেশন আছেঃ
১। প্রতিদিন সর্বোচ্চ দুই বার কল করতে পারবেন।
২। প্রত্যেক টি কল লিমিটেড (কত টুকু সেটা দেশের উপর নির্ভর করবে)
৩। প্রথম কল করতে রেজিস্ট্রেশান করা লাগবে না। (তবে রেজিস্ট্রেশান করতে খুব একটা ঝামেলা নেই)



এবার নিয়ম গুলো বলিঃ
১। এখানে ক্লিক করে মুল সাইট এ প্রবেশ করুন
২। যে দেশে কল করবেন সেই দেশ সিলেক্ট করুন
৩। এবার যে নাম্বার এ কল করবেন সেই নাম্বার টি বসান।
৪। যদি প্রয়োজন হয় তো সেটিং অপশন থেকে প্রয়োজনীয় সেটিং করে নিতে পারেন।
৫। এবার "yes" বাটন এ ক্লিক করুন। তারপর কিছুক্ষন অ্যাডভাটাইজ হবে। এবং তারপরেই আপনার কল টি আপনার দেওয়া নাম্বারে চলে যাবে।

আপনি চাইলে ইচ্ছে মতন কল করতে পারেন তবে তার জন্যে আপনাকে পে করতে হবে।
সুত্র এবং মুল পোস্ট এখানে
এবং ফ্রী কল এর নতুন নতুন খবর বা ট্রিকস সম্পর্কে জানতে চোখ রাখুন এখানে

No comments :

Beingbd moved as sohoz-tech