সার্চ ইঞ্জিনকে আমরা বড় বড় লাইব্রেরীর লাইব্রেরিয়ানদের সাথে তুলনা
করতে পারি। লাইব্রেরিয়ানকে কোন বিষয়ের নাম বলে দিলে সে অনেক বইয়ের মাঝ
থেকে সেই বিষয়ের বইগুলো এনে আপনাকে দেখাবে। তেমনি সার্চ ইঞ্জিনও
ইন্টারনেটে জালের মত ছড়িয়ে থাকা ওয়েবপেইজগুলো থেকে আপনাকে প্রয়োজনীয়
তথ্য দিবে।
সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে?
সার্চ ইঞ্জিনগুলো ইন্টারনেটে ছড়িয়ে থাকা বিভিন্ন লেখা থেকে তথ্য
সরবরাহ করে থাকে। কোন লেখা লিখে সার্চ দিলে সেই লেখাটি যেসব ওয়েবপেইজে আছে
তা আপনাকে দেখাবে। সার্চ ইঞ্জিন বড় বড় সার্ভারে ওয়েবপেইজ হিসেবে থাকে
আবার যেকোন ওয়েবসাইটের সাথে সংযুক্ত থাকতে পারে।
কয়েকটি জনপ্রিয় সার্চ ইঞ্জিনঃ
সার্চ ইঞ্জিন হিসেবে প্রথমেই আসে গুগলের (www.google.com) নাম। এটি সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। এছাড়াও আরো অনেক সার্চ ইঞ্জিন রয়েছে। চলুন দেখে আসি-
http:// www.yahoo.com
http:// www.bing.com
http:// www.altavista.com
http:// www.lycos.com
http:// www.hotbot.com
http:// www.iatlus.com
http:// www.goto.com
http:// www.websurfer.com
http:// www.aol.com
http:// www.fastsearch.com
http:// www.dejanews.com
http:// www.excite.com
http:// www.infoseek.com
http:// www.euroseek.net
এগুলো গেলো জেনেরিক সার্চ ইঞ্জিন। এছাড়াও কিছু বিষয়ভিত্তিক সার্চ ইঞ্জিন রয়েছে। যেমনঃ-
http:// www.cnet.com (এখানে প্রযুক্তি সম্পর্কে সব তথ্য পাবেন)
http:// www.mp3.com (এখানে সব গানের তথ্য পাবেন)
http:// www.beyond.com (এখানে ডাউনলোডের তথ্য পাবেন)
এরকম আরো হাজার হাজার সার্চ ইঞ্জিন রয়েছে। ইন্টারনেট ঘেটে ঘেটে আরো অনেকগুলো পাবেন।