Blogger Tricks

নাসির স্যালুট & রেসপেক্ট ইউ বস...

ঢাকা এফএম ৯০.৪ -এ কান্নাজর্জরিত কণ্ঠে নাসিরের মুখে কথা গুলো শুনে আমার চোখের পানি আর আঠকাতে পারিনি।"আব্বা খুব সাধারণ একটা চাকরি করতো... এমনও দিন গেছে আমরা দুই দিন খেলে একদিন খেতে পারতাম না... খেলার জন্য রংপুর থেকে ঢাকা আসার গাড়ি ভাড়াটাও ছিল না, চাচাদের কাছ থেকে টাকা নিয়ে ঢাকা আসতাম। আমি আমার মা-বাবার জন্য ক্রিকেট খেলি।"দেশের জন্য যদি মরতে হয়, আমি মরবো - নাসির!রংপুরে একটি মেয়েকে প্রথম ভাল লেগেছিল! মেয়েটি ছিল পুতুলের মত দেখতে। মনে মনে বলেছিলাম ও যদি আমার বউ হত! জাতীয় দলে ডুকার আগে বন্ধুরা ফেসবুকে আইডি খুলে দিল! রিকুএস্ত পাটালো একটি মেয়ে। প্রথমে ভেবেছিলাম ফেক আইডি! পরে চ্যাট করার পর এক বৃষ্টির দিনে দেখা করলাম! অন্যরকম একটা ফিলিংস ছিল! তার সাথে অনেক কথা হত! একদিনতো রাত ১২ টা থেকে শুরু করে সকাল ৯ টা পর্যন্ত কথা বললাম! তখন বোঝাপড়াটা ভালই ছিল! এরপর, জাতীয় দলে খেলা নিয়ে বেস্ত হয়ে পড়ি। তখন-ই শুরু হয় ঝামেলা! তাকে আর আগের মত টাইম দিতে পারি না! হয়ে গেল ব্রেকআপ! একটা ছেলেতো সারাদিন একটা মেয়েকে টাইম দিতে পারবে না! তার জন্য আমি খেলা ছেড়ে দিতে পারব না! দেশের হয়ে খেলতে আমি যে কোন কিছু ছাড়তে রাজি !! 
স্যালুট & রেসপেক্ট ইউ বস...

No comments :

Beingbd moved as sohoz-tech