Blogger Tricks

বৃষ্টিদিনের জামা


এর মাথা থেকে পা পর্যন্ত ঝোলানো থাকে। লং রেইনকোটের বিভিন্ন ডিজাইন রয়েছে। যেমন_লেহেরা, পেস্টিং লাসা, জর্ট অ্যান্ড জেলি ইত্যাদি। লেহেরা সাধারণত ওপরের দিকে কিছুটা চাপা এবং নিচের দিকে ছড়ানো থাকে। পেস্টিং লাসার ওপরে ও নিচে সমান থাকে। জর্ট অ্যান্ড জেলি বেল্ট সিস্টেম হয়ে থাকে। দাম ডিজাইনভেদে ৪৫০ থেকে ২১৫০ টাকা।

No comments :

Beingbd moved as sohoz-tech