Blogger Tricks

আই কিউ( I.Q. Test) টেস্ট -01। উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর দিন। আপনার আই কিউ এর অবস্থা দেখুন

আই কিউ( I.Q. Test) টেস্ট -01। উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর দিন।

আপনার আই কিউ এর অবস্থা দেখুন। মোট নাম্বের 50 । প্রতি প্রশ্নের মান ১০।

১। নিচের প্যাটার্নগুলো খেয়াল করুন এবং (?) চিহ্নিত স্থানে সঠিক সংখ্যাটি বসান,

i. ১,২,৫,১০,১৭,২৬,৩৭,৫০,৬৫,৮2, ?

ii. ১,২,৫,১৪,৪১,১২২, ?

২।ধরুন একটি এলাকায় প্রবেশ করার জন্য একটি মাত্র রাস্তা আছে ।এই রাস্তায় একটি চেক পোস্ট আছে। চেক পোস্টে একজন সিকিউরিটি গার্ড আছে । কোন কারনে একদিন অই রাস্তায় ‘নো এন্ট্রি’ জারি করা হলো ও সিকিউরিটি গার্ডকে গাড়ি ঢুকতে দিতে বারণ করা হলো। কিন্তু দেখা গেল সেই দিনই একটি ট্যাক্সি ড্রাইভার অই চেকপোস্ট দিয়ে এলাকায় প্রবেশ করল । কিন্তু সিকিউরিটি গার্ড কোন বাধাই দিলনা । তবে এতে সিকিউরিটি গার্ডের দ্বায়িত্বে অবহেলা হয়নি । প্রশ্ন হল কেন তার দায়িত্বে অবহেলা হয়নি?

৩। ২+২=৫

কি করলে উক্ত গানিতিক বাক্যটি সঠিক?

৪।নিম্নের সমিকরনগুলতে চিহ্নের গোলযোগ আছে । ঠিক করে দিনঃ

i. ১৫/৫৬+১৮=৫৩

ii. (৬৪^৩)-৭৬৬+১৩=৭৫৭

৫। ১০ জন মানুষ প্রত্যকে পরষ্পরের সাথে কমপক্ষে একবার হাত মিলানো হলে (একজনের এক হাতের সাথে অপর জনের একহাত) তাদের মাঝে মোট কয়বার হাত মিলানো হবে)?


ইচ্ছা করলে ফেসবুকেও উত্তর দিতে পারেন। এই লিঙ্কে ক্লিক করুন।

1 comment :

Unknown said...

M83zhDlblD-Fw_IaZWGSkRzQaz8

Beingbd moved as sohoz-tech