আমাদের এনড্রয়েড মোবাইল বা ট্যাবে প্রায়ই এমন কিছু ফাইল/ডকুমেন্ট থাকে
যেটা আমরা বন্ধু-বান্ধব বা অন্য কাউকে দেখতে চাই না... হতে পারে সেটা আপনার
জিএফ এর ছবি কিংবা দরকারী কোন অফিস ফাইল। এনড্রয়েড এ সবধরনের ফাইলকে
লুকানো যায় খুব সহজে, এবং কোন সফ্টওয়্যার এর সাহায্য ছাড়াই.... চলুন তাহলে
জেনে নেই কিভাবে এটা করা যায়:
1. যে ফাইলগুলো লুকাতে চান সেগুলো ফোন বা ট্যাবের মেমোরি কার্ডে একটা নতুন ফোল্ডারের ভেতর সেভ করুন।
2. সে ফোল্ডারের ভেতর এখন ফাইলগুলো আছে - সেই ফোল্ডারের ভেতর নতুন একটা ফোল্ডার তৈরি করুন .nomedia নামে। অবশ্যই nomedia এর আগে . থাকবে।
3. কাজ শেষ, এবার চেক করে দেখুন ওই ফোল্ডারের ছবি/ভিডিও বা অন্য কনটেন্টগুলো আপনার মোবাইলের গ্যালারি/মিউজিক বা ভিডিও প্লেয়ার খুজে পায় কি না... যদি উপরের দুই ধাপ ঠিক মত ফলো করেন - তাহলে ফাইল ব্রাউজার ছাড়া অন্য কিছুই ওই ফাইলগুলো খুজে পাবে না।
1. যে ফাইলগুলো লুকাতে চান সেগুলো ফোন বা ট্যাবের মেমোরি কার্ডে একটা নতুন ফোল্ডারের ভেতর সেভ করুন।
2. সে ফোল্ডারের ভেতর এখন ফাইলগুলো আছে - সেই ফোল্ডারের ভেতর নতুন একটা ফোল্ডার তৈরি করুন .nomedia নামে। অবশ্যই nomedia এর আগে . থাকবে।
3. কাজ শেষ, এবার চেক করে দেখুন ওই ফোল্ডারের ছবি/ভিডিও বা অন্য কনটেন্টগুলো আপনার মোবাইলের গ্যালারি/মিউজিক বা ভিডিও প্লেয়ার খুজে পায় কি না... যদি উপরের দুই ধাপ ঠিক মত ফলো করেন - তাহলে ফাইল ব্রাউজার ছাড়া অন্য কিছুই ওই ফাইলগুলো খুজে পাবে না।
No comments :
Post a Comment