Blogger Tricks

এনড্রয়েড ফোন বা ট্যাবে কিভাবে ফাইল লুকোবেন (কোন সফ্টওয়্যার ছাড়া)

আমাদের এনড্রয়েড মোবাইল বা ট্যাবে প্রায়ই এমন কিছু ফাইল/ডকুমেন্ট থাকে যেটা আমরা বন্ধু-বান্ধব বা অন্য কাউকে দেখতে চাই না... হতে পারে সেটা আপনার জিএফ এর ছবি কিংবা দরকারী কোন অফিস ফাইল। এনড্রয়েড এ সবধরনের ফাইলকে লুকানো যায় খুব সহজে, এবং কোন সফ্টওয়্যার এর সাহায্য ছাড়াই.... চলুন তাহলে জেনে নেই কিভাবে এটা করা যায়:

1. যে ফাইলগুলো লুকাতে চান সেগুলো ফোন বা ট্যাবের মেমোরি কার্ডে একটা নতুন ফোল্ডারের ভেতর সেভ করুন।

2. সে ফোল্ডারের ভেতর এখন ফাইলগুলো আছে - সেই ফোল্ডারের ভেতর নতুন একটা ফোল্ডার তৈরি করুন .nomedia নামে। অবশ্যই nomedia এর আগে . থাকবে।

3. কাজ শেষ, এবার চেক করে দেখুন ওই ফোল্ডারের ছবি/ভিডিও বা অন্য কনটেন্টগুলো আপনার মোবাইলের গ্যালারি/মিউজিক বা ভিডিও প্লেয়ার খুজে পায় কি না... যদি উপরের দুই ধাপ ঠিক মত ফলো করেন - তাহলে ফাইল ব্রাউজার ছাড়া অন্য কিছুই ওই ফাইলগুলো খুজে পাবে না।

No comments :

Beingbd moved as sohoz-tech