যা লাগবেঃ
- ১টি প্লাস্টিকের বক্স
- ১টি ২.৫ ইঞ্চি পিভিসি এলবো পাইপ
- ১টি ৬ ইঞ্চি পিভিসি পাইপ
- ১টি ছোট ফ্যান
- ছুরি
- পিভিসি আঠা
- বরফ
যেভাবে করতে হবেঃ
প্লাস্টিকের বক্সটির ঢাকনাতে ফ্যান ও এলবো পাইপের মাপে ২টি ফুটো করতে হবে।
আঠা দিয়ে এলবো পাইপটিকে অপর পাইপের সাথে জোড়া দিতে হবে। এরপর পাইপ ও ফ্যানকে প্লাস্টিকের বক্সটির ঢাকনাতে করা ফুটোর ভেতরে প্রবেশ করিয়ে আটকাতে হবে। (ছবির মত করে)
এবার বক্সের ভেতরে কিছু বরফ দিয়ে ফ্যানটিকে চালু করতে হবে।
No comments :
Post a Comment