আমরা অনেকে ওয়েবসাইট তৈরী করতে চাই কিন্তু ওয়েবসাইট তৈরী করা অনেক
ঝামেলার কাজ।ডোমেইন রেজিস্ট্রেশন, হোস্টিং,ডোমেইন সেটআপ ইত্যাদি।তারপর আবার
HTML শেখা অনেকে কষ্ট এবং অনেকে সময়ের বেপার।আমি আপনাদের যে পদ্ধতিতে
ওয়েবসাইট বানানো শেখাব তাতে,HTML বা PHP জানার দরকার নাই।শুধু নিচের
পদ্ধতিগুলো অনুসরন করলেই হবে।
প্রথমেই এই লিঙ্কে যান।
এরকম একটা পেজ আসবে।
১ লেখা স্থানে আপনার নাম লিখুন।
২ লেখা স্থানে আপনার Email আইডি লিখুন।
৩ লেখা স্থানে আপনার Password লিখুন।
৪ লেখা স্থানে ক্লিক করুন।
এরপর
এরকম একটা পেজ আসবে।এবার Enter a title for your website লেখা স্থানে আপনার
Website এর টাইটেল লিখুন এবং Type of Site স্থানে Personal দিন তারপর
Continue বোতাম চাপুন।
এরপর
এখানে আপনি ইচ্ছা করলে নিজের Domain (যদি থাকে) দিয়ে আপনার ওয়েবসাইট তৈরী
করতে পারবেন বা আপনি Weebly.com এর Subdomain নিতে পারেন। আমি Weebly.com
এর Subdomain এর মাধ্যমে আপনাদের কে website তৈরি শিখাব।এবার Use a
Subdomain of Weebly.com লেখার নিচে সাদা স্থানে আপনার website এর নাম
লিখুন।আমি লিখেছি pagol।যদি website এর নামটি Available হয় তবে পাশে
Available লেখা দেখাবে।তারপর Continue তারপর বোতাম চাপুন।
এরপর
উপরের ছবির মত পেজ আসলে প্রাথমিক ভাবে আপনার ওয়েবসাইট তৈরী হবে।তারপর Publish বোতাম চাপুন।
এরপর
তারপর Continue বোতাম চাপুন।
এরপর
উপরের ছবির মত পেজ আসলে আপনার ওয়েবসাইটি Publish হবে।তারপর ছবিতে দেখানো লালদাগ স্থানে ক্লিক করুন।
এরপর
আপনার ওয়েবসাইটি Publish হলে ভিজিটর আপনার সাইট দেখবে এরকম
আগামীতে আপনাদেরকে দেখাব
কিভাবে মেনু তৈরি করবেন
কিভাবে নতুন কিছু পোস্ট করবেন
কিভাবে ওয়েবসাইটে ছবি দিবেন
তাহলে আপনারা নিজেদের মত ওয়েবসাইট তৈরী করে ফেলুন।কোন সমস্যা হলে জানাবেন অবশ্যই।
No comments :
Post a Comment