Blogger Tricks

ইংরেজিতে ভাল না হলে কি ব্লগিং করা সম্ভব?

একটু মনোযোগ দিয়ে এই উদাহরনটি লক্ষ্য করূন: আপনি যদি গুগলে নবজাতকের নাম লিখে সার্চ দেন তাহলে দেখবেন অনেক সাইট এসে হাজির হয়েছে আপনার চোখের সামনে। যারা শুধুমাত্র নবজাতকের সুন্দর ও অর্থবহ নাম দিয়ে সেবা দিচ্ছে । এটিও কিণ্ডু এক ধরনের ব্লগিং? এখানে তো কোন আর্টিক্যাল নেই! একই নাম একাধিক সাইটে রয়েছে শুধু মাএ এক এক জন এক এক ভাবে সাজিয়ে লিখেছেন। সবচেয়ে অবাক ব্যাপার হলো এসব সাইটে তারা গুগল এডসেন্স ব্যবহার করছে আয় করার জন্য। আপনাকে যদি বলা হয় একটি স্বাস্থ্য বিষয়ক ব্লগ সাইট করার জন্য তাহলে আপনিও একটু মাথা খাটিয়ে ব্লগ লিখতে পারেন। এ সম্পর্কে একাধিক সাইটে অনেক তথ্য রয়েছে। আপনি একটু মাথা খাটিয়ে এদিক ওদিক করে কিছু তথ্য যোগ বিয়োগ করে লিখতে পারেন একটি ব্লগ। এছাড়া আরও সহজ ভাবে চাইলে সাধারণ জ্ঞানের জন্য প্রশ্ন উত্তর টাইপের ব্লগ বানাতে পারেন। এই বিষয়ের সাইট গুলো ঘুরে দেখুন এবং সেখান থেকে অভিজ্ঞতা কাজে লাগান। নিজের কিছু সৃষ্টিশীলতা প্রয়োগ করে পোস্ট তৈরি করুন। মোট কথা ব্লগিং এর উপকরন ইন্টারনেটেই রয়েছে। কিণ্ডু শুধূ আপনাকে জানতে হবে।

No comments :

Beingbd moved as sohoz-tech